গঙ্গাচড়ায় আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন ৩৮ প্রার্থী

এদের মধ্যে বিগত নির্বাচনে নৌকা নিয়ে বিজয়ী তিন জন বর্তমান চেয়ারম্যানও রয়েছেন

গঙ্গাচড়ায় আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন ৩৮ প্রার্থী

নির্মল রায়,গঙ্গাচড়া (রংপুর):

রংপুরের গঙ্গাচড়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলার  ৯টি ইউনিয়নে ৩৮ জন প্রার্থী নৌকা প্রতীকের মনোনয়ন চেয়েছেন। এদের মধ্যে বিগত নির্বাচনে নৌকা নিয়ে বিজয়ী তিন জন বর্তমান চেয়ারম্যানও রয়েছেন।

ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা আওয়ামী লীগ ওই ৩৮ জন প্রার্থীর নাম রোববার রংপুর জেলা আওয়ামী লীগের নিকট হস্তান্তর করেছেন৷  এর মধ্যে বেতগাড়ি ইউনিয়নে জন, কোলকোন্দ জন , বড়বিল জন, গঙ্গাচড়া জন, লক্ষ্মীটারী জন, গজঘন্টায় জন , মর্নেয়ায় জনআলমবিদিতরে জন এবং নোহালী ইউনিয়নে জন প্রার্থী আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন চেয়েছেন। এর আগে নির্বাচন কমিশন গত ১০ নভেম্বর চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। এতে গঙ্গাচড়া উপজেলার নয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত আসে। তফসিল অনুযায়ী মনোনয়ন জমাদানের শেষ তারিখ ২৫ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।

তফসীল ঘোষণার পরই গত ১২ নভেম্বর শুক্রবার একযোগে উপজেলার টি ইউনিয়ন আওয়ামী লীগের  বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট ইউনিয়ন মনোনয়ন প্রত্যাশীদের তালিকা প্রস্তুত করে গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের নিকট প্রেরণ করে।  এদিকে গঙ্গাচড়া উপজেলার তৃনমুলের নেতাকর্মীরা জানান, জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন এমন প্রার্থীকে মনোনয়ন দিলে উপজেলার টি ইউনিয়নে নৌকার বিজয় নিশ্চিত হবে। তারা আওয়ামী লীগের ত্যাগী, পরীক্ষিত জনপ্রিয় ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার জন্য কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের প্রতি অনুরোধ জানান।

গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম জানান৯টি ইউনিয়ন থেকে ৩৮ জনের নাম পেয়েছি। তা কেন্দ্রীয় কমিটির নিকট প্রেরণের জন্য রংপুর জেলা আওয়ামী লীগের নিকট হস্তান্তর করেছি। কেন্দ্রীয় কমিটির মনোনয়ন বোর্ড যাকে নৌকা প্রতীকের মনোনয়ন দিবে গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠন তার পক্ষে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।