প্রাণি উৎপাদন ও উন্নত জাতের ঘাস চাষ নিশ্চিতে রংপুরে খামারী প্রশিক্ষণ

প্রাণি উৎপাদন ও উন্নত জাতের ঘাস চাষ নিশ্চিতে রংপুরে খামারী প্রশিক্ষণ

নভেল চৌধুরী ♦ প্রাণি উৎপাদন ও উন্নত জাতের ঘাস চাষ ও সংরক্ষণ নিশ্চিতে রংপুরে খামারী প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট।  বুধবার সরেজমিন গবেষণা বিভাগের মিলনাতয়নে ৩০ জন খামারীকে নিয়ে দিনব্যাপী এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের রংপুর সরেজমিন বিভাগের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আল আমিন হোসেন তালুকদারের সভাপত্তিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাণি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর। আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাণি গবেষণা ইনস্টিটিউটের পিএসও ও বিভাগীয় প্রধান ড. বিপ্লব কুমার রায়, সিএসও ও বিভাগীয় প্রধান ড. নাসরিন সুলতানা ও ড. রেজিয়া খাতুন, বাংলাদেশ প্রাণি গবেষণা ইনস্টিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও কোর্স পরিচালক ড. মোহাম্মদ সিরাজুল ইসলাম, বাংলাদেশ প্রাণি গবেষণা ইনস্টিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (টিপিটিটিডি) ও কোর্স কো-অর্ডিনেটর মোছা. মাহফুজা খাতুনসহ জেলা-উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তাবৃন্দ। প্রশিক্ষণে লাভজনক ও টেকসই গবাদি প্রাণি ও পোল্ট্রি উৎপাদনে উন্নত প্রযুক্তি ব্যবহারে করণীয়, উন্নত জাতের ঘাস পরিচিতি ও চাষাবাদের কলাকৌশল, গরু হৃষ্টপুষ্ট করণে উন্নত প্রযুক্তির ব্যবহার ও সাবধানতা এবং খাদ্য উৎপাদন প্রাপ্তির ভিত্তিতে গাভী পালন এবং গরু হৃষ্টপুষ্টকরণের জন্য রেশন ফর্মুলেশনের কৌশল নিয়ে খামারীদের প্রশিক্ষণ দেয়া হয়।