মহানবী (সাঃ) রমজান মাসে যে আমল বেশি বেশি করতেন
নিউজডোর ডেস্ক ♦ সিয়াম সাধনার মাস রমজান। ধর্মপ্রাণ মুসলমানদের জন্য এ মাসটি অনেক মর্যাদা ও ফজিলতপূর্ণ। সারা রমজান তাসবীহ, ইস্তেগফার ও দোয়ার মাধ্যমে অতিবাহিত করার জন্য মহানবী (সা.) বিশেষ নির্দেশ দিয়েছেন। যাতে মানুষ এই বিশেষ আমল ও দোয়ার মাধ্যমে দুনিয়া ও আখেরাতের কল্যাণের জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত করতে পারে।
রাসুল (সাঃ) রমজান মাসে সর্বোচ্চ চারটি আমল করার নির্দেশ দিয়েছেন। একজন মুমিন মুসলমান যদি সারা রমজান মাসে আল্লাহর কাছে এই চারটি কাজ করে তাহলে সে দুনিয়া ও আখিরাতে সফলকাম হবে।
এ মাসে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) যে ৪টি আমল বেশি বেশি করতেন, তা নিয়ে আলোচনা করা হলো:
- ১। বেশি বেশি কালেমা শাহাদাত 'আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ' পড়া।
- ২। আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া।
- ৩। আল্লাহর কাছে জান্নাত চাওয়া।
- ৪। জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই।