রংপুর মেডিকেলের অনিয়ম নিয়ে যা বললেন ভুক্তভোগী

নিউজডোর ডেস্ক ♦ রংপুর নগরীর বাসিন্দা জোবাইদুল ইসলাম বুলেট অভিযোগ করেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সমস্ত যন্ত্রপাতি বিকল রেখে হাসপাতাল কর্তৃপক্ষের যোগসাজশে রোগীদের ক্লিনিক-ডায়াগনোস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। এতে করে ক্লিনিক-ডায়াগনোস্টিক কর্তৃপক্ষ রোগীদের কাছে অর্থ হাতিয়ে নিচ্ছে। এছাড়া সরকার হাসপাতালের পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রাংশ মেরামতের জন্য অর্থ বরাদ্দ করলেও কর্তৃপক্ষের অবহেলায় খরচ করতে না পারায় ৮ কোটি টাকা ফেরত গেছে। হাসপাতালে ডায়ালাসিসের প্রয়োজনীয় উপকরণ হাসপাতাল সরবরাহ না করায় রোগীদের সেইসব উপকরন বাহির থেকে কিনতে হচ্ছে। মঙ্গলবার (১৩ জুন) সকালে রংপুরে দূর্নীতি দমন কমিশনের উদ্যোগে গণশুনানীতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে এ গণশুনানীর আয়োজন করে দুর্নীতি দমন কমিশন। এ সময় উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, দুদকের মহাপরিচালক আক্তার হোসেন, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এএফএম আঞ্জুমান কালাম, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী।