যুক্তরাষ্ট্রের ভিসার নিষেধাজ্ঞা যে কোন সময় উঠে যাবে: বাণিজ্যমন্ত্রী

নভেল চৌধুরী ♦ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, বিশেষ কারণের জন্য যুক্তরাষ্ট্র ভিসার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছে। আমাদের স্বাভাবিক রাজনীতির সাথে এর কোন সম্পর্ক নেই। এটি তাদের নিজস্ব পলিসি। বিভিন্ন সময় তারা কোন কোন ক্ষেত্রে এটি করেছে। যুক্তরাষ্ট্রের ভিসার নিষেধাজ্ঞা চিরস্থায়ী ব্যাপার না। এটি যে কোন সময় উঠে যাবে। শনিবার (১৭ জুন) বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচিত কাউন্সিলদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। 

বিএনপি’র সমাবেশে প্রধামন্ত্রীকে হত্যার হুমকির ব্যাপারে তিনি বলেন, বিএনপি তাদের সমাবেশে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছে এবং তারা প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টাও করেছে। তাদের হাত বঙ্গবন্ধু হত্যার রক্তে রঞ্জিত। তারা যেরকম মানুষ, সেরকম কথাই বলছে। তিনি আরও বলেন, ঈদকে ঘিরে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নেওয়ার চেষ্টা করে। এটি ভোক্তা অধিকার সামাল দেবে। আশা করছি আমরা সফল হবো। দেশে পেঁয়াজের দাম কমেছে। ভারতীয় পেঁয়াজ সব জায়গায় পৌঁছাতে পারেনি। ভারতীয় পেঁয়াজ সব জায়গায় গেলে দাম আরও কমে যাবে। মহানগর আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডাঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ও আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম। এ সময় সিটি নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচিত কাউন্সিলরদের সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।