অবাক করা কিছু তথ্য, জানলে চমকে হবেন

অবাক করা কিছু তথ্য, জানলে চমকে হবেন

নিউজডোর ডেস্ক ♦ আমাদের জীবনে অনেক অজানা তথ্য থাকে যা আমরা কখনও শুনিনি। তাহলে জেনে নিন অজানা কিছু তথ্য-

  • আপনি কি জানেন, সুঁড়সুঁড়ি দিলে ইদুর হাসে। এর কারণ হলো, সুঁড়সুঁড়ি দিলে ইদুর ইতিবাচক সাড়া দেয়।
  • অক্সিজনকে তরলে পরিণত করলে একে হালকা নীল রঙের দেখাবে। এমনকি একে কঠিন পদার্থে পরিণত করলেও  এর রং হালকা নীল থাকে।
  • বিজ্ঞানীরা মনে করেন, মানব জিনে ২-২.৫ বিলিয়নের বেশি ডিএনএ রয়েছে। আবার মানব জিনোমে ২৫ হাজারেরও বেশি জিন রয়েছে। এই পরিসংখ্যান শুধুমাত্র একটি কোষের জন্য।
  • বিশ্বের বেশি সংখ্যক মানুষ ঘুরতে গেলে প্যারিসকেই বেছে নেন।
  • পর্যায় সারণিতে শুধুমাত্র J ও Q ছাড়া ইংরেজি বর্ণমালার সকল বর্ণ রয়েছে।