ঘরোয়াভাবে যেভাবে বানাবেন “নাইট ক্রীম”

ঘরোয়াভাবে যেভাবে বানাবেন “নাইট ক্রীম”

নিউজডোর ডেস্ক ♦ বাজার থেকে কেনা নাইট ক্রীমগুলোতে অনেক সময় কিছু ত্রুটি বা সমস্যা থাকার কারণে আপনার ত্বকের সাথে খাপ খেতে পারে না। ফলে আপনার ত্বকে দেখা দেয় নানা ধরণের রোগ। যার মধ্যে ব্রণ, দাদ,সোরিয়াসিস অন্যতম। তবে এসব রোগ এবং খরচ থেকে বাঁচতে এবার ঘরোয়া পদ্ধতিতেই বানাতে পারেন নাইট ক্রীম। এতে করে আপনার ত্বকের কোনও ক্ষতি হওয়ার বিষয়টি নিয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন।

জেনে নিন কিভাবে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে নেবেন নাইট ক্রীম:

  • ১। আপনি জলপাই তেল এবং নারকেল তেলের মধ্যে একটি ভিটামিন ই ক্যাপসুল মিশ্রিত করতে পারেন। ত্বক হবে কোমল ও মসৃণ।
  • ২। এক চামচ অ্যালোভেরা জেল, এক চামচ ল্যাভেন্ডার তেল এবং দুই ফোঁটা প্রাইমরোজ তেল একসঙ্গে ভালো করে মিশিয়ে রাতে ঘুমানোর আগে মুখে লাগান। এটি ত্বককে করবে টানটান ও উজ্জ্বল।
  • ৩। গ্রীন টি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এই উপাদানগুলো ত্বককে অকালে বার্ধক্য থেকে রক্ষা করে। গোলাপের পাপড়ি, বাদাম তেল, নারকেল তেল এবং আরও দুই ধরনের চা এক বাটি জলে ফুটিয়ে অন্য কাচের পাত্রে রেখে একটি নাইট ক্রিম তৈরি করা হবে।