তিস্তায় জেলের জালে ৩৮ কেজি’র বাঘা আইড়, যত দামে বিক্রি হলো

তিস্তায় জেলের জালে ৩৮ কেজি’র বাঘা আইড়, যত দামে বিক্রি হলো

স্টাফ রিপোর্টার ♦ উজানের পাহাড়ী ঢলে তিস্তা নদীর পানি বেড়েছে। নদীর তীরবর্তী এলাকা গুলোতে পানি ঢুকে পড়ায় সর্বত্রই মাছ ধরার উৎসব শুরু হয়েছে। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত বরশি-জাল দিয়ে মাছ ধরা শুরু করছে। মাছ ধরার উৎসবে বাদ নেই নারীরাও। এমন পরিস্থিতি গঙ্গাচড়া উপজেলার লহ্মীটারী ইউনিয়নে তিস্তা নদীতে ধরা পড়েছে ৩৭ কেজি ৭’শ গ্রামের বাঘা আইড় মাছ। 

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পূর্ব ইচলীর আব্দুল মতিনের (৫০) ঝাঁকি জালে ধরা পাড়ে মাছটি। তিনি জেলে পাড়ার মাছ ব্যবসায়ী আবু’র কাছে ৪৮ হাজার টাকায় মাছটি বিক্রি করেন।
আব্দুল মতিন বলেন, ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতেছিনু। হঠাৎ করে মাছ কোনা জালোত আটকি গেইছে। অনেক কষ্ট করি তুলি ডাঙ্গাত নিয়া আসছিনু। পরে সেইটা ৪৮ হাজার টাকা বিক্রি করছি। এত বড় মাছ প্যায়া বন্যার ক্ষতির দুঃখ থাকিল না।###