গঙ্গাচড়ায় প্রাতিষ্ঠানিক প্রসব বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক কর্মশালা

গঙ্গাচড়ায় প্রাতিষ্ঠানিক প্রসব বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক কর্মশালা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি ♦ রংপুরের গঙ্গাচড়ায় মা ও শিশুর সুরক্ষা চাই, স্বাস্থ্য কেন্দ্রে প্রসব করাই সংক্রমণ নিয়ন্ত্রণ, নিরাপদ ও প্রাতিষ্ঠানিক প্রসব বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পায়াকট বাংলাদেশ এবং আদ্রিতা ভিজ্যুয়াল এর সহযোগিতায় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে বৃহস্পতিবার (১৭ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসিফ ফেরদৌস এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাজু মিয়া, রাবিয়া বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, পায়াকট বাংলাদেশের প্রোগ্রাম অর্গানাইজার আরিফ হোসেন। কর্মশালায় রাজনৈতিক নেতা, চিকিৎসক, সাংবাদিকসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ অংশগ্রহণ করেন।