সৈয়দপুরে হিডের উদ্যোগে কম্বল বিতরন 

সৈয়দপুরে হিডের উদ্যোগে কম্বল বিতরন 

স্টাফ রিপোর্টার ♦ 
সৈয়দপুরে হিউম্যানিটি ইন ডিসট্রেস (হিড) এর উদ্যোগে ও তুর্কি সংস্থা সালাম ইভা এর অর্থায়নে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছেন।

শুক্রবার (২২ জানুয়ারি) সৈয়দপুরের নিয়ামতপুর চামড়া গোডান্ট ক্যাম্প, রেলওয়ে ম্যাচ ক্যাম্প ও দূর্গামিল ক্যাম্পে (একহাজার পাঁচশত) জন শীতার্ত নারী-পুরুষ ও শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতার্ত সাধারণ মানুষের গায়ে নিজ হাতে কম্বল পড়িয়ে দেন। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন কাউন্সিলর  হারুন।

কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনে ২৭নং ওয়ার্ড কাউন্সিলর ও হিডের নির্বাহী পরিচালক হারুন অর রশিদ। 

এসময় আরও উপস্থিত ছিলেন, সৈয়দপুর পৌর মৎসজিবী লীগের সাধারণ সম্পাদক মামুন তালুকদার, একেএম রাশেদুজ্জামান, ডোনার সংস্থার পক্ষে ছিলেন ফায়জুল হক উজ্জ্বল, সহকারী নির্বাহী পরিচালক শরফুদ্দিন, ভাইস-চেয়ারম্যান এম এ বারী, কোষাধ্যক্ষ ওয়াকিল আহমেদ, শিক্ষা প্রোগ্রাম অফিসার আব্দুল আউয়াল, প্রোগ্রাম অফিসার সাব্বির হুসাইন, সৈয়দপুর ২২টি ক্যাম্পের সভাপতি মাজেদ ইকবাবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় হারুন অর রশিদ বলেন, আমরা রংপুরের বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করছি। তারই অংশ হিসাবে শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সৈয়দপুর পৌর এলাকার নিয়ামতপুর চামড়া গোডান্ট ক্যাম্প, রেলওয়ে ম্যাছ ক্যাম্প ও দূর্গামিল ক্যাম্পে কম্বল বিতরণ করেছি।

তিনি আরও বলেন, আমাদের যার যা সামর্থ্য আছে তা নিয়েই সাধারণ মানুষের পাশে থাকতে হবে। আমাদের মানবিকতাকে কাজে লাগিয়ে সমাজের অসহায় দুঃখী মানুষের পাশে দাাঁড়াতে হবে। এভাবেই আমরা একে অপরের পাশে থাকতে পারবো, পাশে দাঁড়াতে পারবো।