ইংরেজদের বাংলায় ওয়াশ!

ইংরেজদের বাংলায় ওয়াশ!
ছবি: সংগৃহীত

নিউজডোর স্পোর্টস ডেস্ক ♦ ইংরেজদের বাংলাওয়াশ করে দিয়েছে টাইগাররা। ৩ টি ম্যাচেই ইংল্যান্ডকে হারিয়ে টি-টুয়েন্টিতে হোয়াইট ওয়াশ করে নতুন ইতিহাস গড়লো বাংলার দামালেরা। শেষ ম্যাচে খেলতে নেমে প্রথমে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় প্রথম দুটো ম্যাচে আগে ব্যাট জস বাটলারেরা।
অবিশ্বাস্যভাবে টাইগারদের ওপেনিং জুটি’র আজ ৫০ রানের বেশি পার্টনারশিপ হয়েছে। ফলে দুর্দান্ত শুরু করে লিটন-রনিরা। এরপর রনি ২৪ করে ফিরলেও লিটন থেমেছেন ৭৩ করে। অন্যদিকে শান্ত ৪৭ করেন। এতো পার্টনারশিপের ছড়াছড়িতে শেষ ৫ ওভারের ব্যাটিং ভালো করেনি বাংলাদেশ বা বলা যেতে পারে শেষ পাঁচ ওভার ভালো বল করেছে ইংল্যান্ড বোলাররা। ফলে যেখানে ১৮০ এর বেশি রান হওয়ার কথা সেখানে টাইগারদের ১৫৮তে থামতে হয়। ১৫৯ কে তাড়া করতে নেমে প্রথম ওভারে উইকেট হারান সল্ট। তবে বাটলার-মালান ভালো জুটি গড়লেও তাদের পরে সবাই যাওয়ার-আসার মধ্যেই ছিল। ফলে ১৬ রানের জয় বাংলাদেশের। প্লেয়ার অভ দ্য ম্যাচ হয়েছেন লিটন দাস এবং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নাজমুল শান্ত।