রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

নিউজডোর ডেস্ক ♦ সড়ক দুর্ঘটনায় আবারও শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সরকারি বিজ্ঞান স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১ টা থেকে তারা এই বিক্ষোভ করছে। গতকাল বুধবার সকাল পৌনে ৭ টার দিকে রাজধানীর তেজগাওঁ শিল্পাঞ্চল এলাকার বিজি প্রেসের সামনে রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় সরকারি বিজ্ঞান স্কুল ও কলেজের দশম শ্রেনির ছাত্র আলী হোসেন। প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে কতর্কব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর প্রতিবাদে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। শিক্ষার্থীরা “উই ওয়ান্ট জাস্টিস, আমার ভাই মরল কেন? প্রশাসন জবাব চাইসহ বিভিন্ন স্লোগান দিয়ে সড়ক অবরোধ করে রাখে।