রংপুরে ব্যাপক হারে ছড়াচ্ছে গরুর গলদা চর্মরোগ

৫’শ গরুর মৃত্যুর অভিযোগ

রংপুরে ব্যাপক হারে ছড়াচ্ছে গরুর গলদা চর্মরোগ

স্টাফ রিপোর্টার ♦ রংপুরে ব্যাপক হারে বাড়ছে গরুর গলদা চর্মরোগের প্রকোপ। ইতোমধ্যে জেলার ৮ উপজেলার এ রোগ ছড়িয়ে পড়েছে। ফলে গত একমাসে জেলায় ৫’শ গরুর মৃত্যু হয়েছে জানিয়েছেন খামারিরা। এরমধ্যে বদরগঞ্জেই মারা গেছে ৩’শ গরু। এ চর্মরোগরে টিকা সহজলভ্য হলেও উপজেরা পর্যায়ে ভ্যাকসিন মজুদ কম রয়েছে বলে অভিযোগ খামারিদের। এই সুযোগকে কাজে লাগিয়ে গ্রাম্য পশু চিকিৎসকরা টিকার নাম করে বিভিন্ন ইনজেকশন দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ করেন তারা। জানা যায়, বদরগঞ্জ উপজেলায় গলদা চামড়ার প্রকোপ সবচেয়ে বেশি। গত এক মাসে উপজেলার দক্ষিণ খামাপাড়া গ্রামের রাজ্জাক ও মাহেবুলের দুটি করে এবং ঠনঠনিয়াপাড়া গ্রামের রজব আলী ও ডাঙ্গাপাড়া গ্রামের আব্দুল আহারের দুটি করে গরু চর্মরোগে আক্রান্ত হয়ে মারা যায়। এছাড়া দক্ষিণ খামারপাড়া গ্রামের জালাল উদ্দিন, ডাক্তারপাড়া গ্রামের টিপু ও কবিরাজপাড়া গ্রামের আক্তার হোসেনের তিনটি করে গরু মারা গেছে। এ উপজেলায় অন্তত একটি গরু মারা গেছে ৫০ জন। উপজেলায় গলদা চর্মরোগে অন্তত ৩০০ গরু মারা গেছে বলে দাবি খামারিদের। আক্রান্ত হয়েছেন আরও শতাধিক। গত সোমবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে বদরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে অন্তত ১৫টি গরু দেখা যায়, যাদের গলদা চর্মরোগের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। অফিসের ভেটেরিনারি সার্জন ডা. আবু মুসা এককভাবে তাদের চিকিৎসা করতে হিমশিম খাচ্ছিলেন। সেখানে চিকিৎসার অপেক্ষায় একটি গরু মারা যায়। ডাঃ আবু মুসা বলেন, প্রতিদিন আমার অফিসে ১৫-২০টি চর্মরোগে আক্রান্ত গরু আসে। একা তাদের চিকিৎসা করা কঠিন হয়ে পড়ে। বাইরে গিয়ে চিকিৎসা দেওয়ার সুযোগ নেই। লতিবপুর গ্রামের অর্জুন রায় জানান, তার বাড়ির পাঁচটি গরু ভাইরাসে আক্রান্ত হয়েছে। চিথলী উত্তরপাড়ার মমিন মিয়া বলেন, রোগটি খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। চিকিৎসায় কাজ হচ্ছে না। রংপুর জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রংপুরের আট উপজেলায় ছোট-বড় এক হাজার ৬৬৮টি গরুর খামার রয়েছে। আরও প্রায় ১০ লাখ গৃহপালিত গরু রয়েছে। গলদা চর্মরোগে আক্রান্ত হয়ে গড়ে দেড় শতাধিক গরু জেলা ও উপজেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এ বছর কচি বাছুরদের মধ্যে এ রোগের প্রকোপ বেশি। রংপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম বলেন, গরু গলদা চর্মরোগে আক্রান্ত হয়। এ রোগের বিষয়টি প্রাণি সম্পদ বিভাগ গুরুত্ব সহকারে দেখছে। দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা সক্ষম হবো বলে আশাবাদি।