সিটি প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

সাংবাদিকদের কাজের পরিবেশ সৃষ্টিতে সবার এগিয়ে আসা দরকার: জেলা প্রশাসক

সিটি প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

স্টাফ রিপোর্টার ♦ রংপুরের জেলা প্রশাসক ও সদ্য যুগ্ম সচিব পদে পদোন্নতি প্রাপ্ত মো: আসিব আহসান বলেছেন, সাংবাদিকরা সৃজনশীল চিন্তা ও সমাজের অসঙ্গতি, সমস্যা সম্ভাবনা তুলে ধরে সংবাদ প্রকাশ করে সমাজ ও দেশের উন্নয়নে পরোক্ষভাবে কাজ করছে। অবাধ তথ্য সরবরাহে তথ্য অধিকার আইন দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই তথ্য নিয়ে সাংবাদিকরা সঠিক তথ্য তুলে ধরে সমাজকে সচেতন করার কাজটি করছেন নির্বিঘ্নে। এজন্য সাংবাদিকদের অনেক সময় ঝুঁকির মুখোমুখি হতে হয়। সাংবাদিকদের কাজের পরিবেশ সৃষ্টিতে সবার এগিয়ে আসা দরকার।

গত মঙ্গলবার রাতে মূলধারার সাংবাদিকদের সংগঠন সিটি প্রেসক্লাব রংপুরের স্থায়ী কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন, ফলক উন্মোচন পরবর্তি আলোচনায় তিনি এসব কথা বলেন।

উদ্বোধনী আলোচনায় সিটি প্রেসক্লাব রংপুরের সভাপতি স্বপন চৌধুরী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্লাবের আজীবন সদস্য কণ্ঠশিল্পী অন্তর রহমান, সহ-সভাপতি জুয়েল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান বাবলু, ক্রীড়া সম্পাদক হামীম আব্দুল্লাহসহ অন্যান্য সদস্যবৃন্দ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিটি প্রেসক্লাব রংপুরের কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন। ভিত্তি প্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন শেষে দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ক্লাবের সহ-সভাপতি এস এম খলিল বাবু। এসময় ক্লাবের দপ্তর সম্পাদক আলী হায়দার রনি, প্রচার সম্পাদক ফুয়াদ হাসান, কার্যকরি সদস্য সাঈদ বাবু, উদয় চন্দ্র বর্মন, সদস্য শাহিদুর রহমান শাহিদ, তারিকুল ইসলাম তারেক, শাহ আলম, শাহ নেওয়াজ জনি, লাবনী ইয়াসমিন, নুরুন্নবী, আকতার হোসেন, নুর মোহাম্মদ, আলামিন। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক মীর আনোয়ার মিঠু, আফরিন আলম, জয়ন্ত কুমার মোহন্ত খোকনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।