রংপুরে জীববৈচিত্র দিবসে বিলুপ্ত প্রজাতির গাছ রোপনের উপর তাগিদ 

রংপুরে জীববৈচিত্র দিবসে বিলুপ্ত প্রজাতির গাছ রোপনের উপর তাগিদ 


রংপুরে আন্তর্জাতিক জীববৈচিত্র দিবসে বিলুপ্ত প্রজাতির গাছ রোপনের উপর তাগিদ দেয়া হয়েছে। সোমবার (২২ মে) সামাজিক বন বিভাগ রংপুর বিভাগীয় কার্যালয় মিলনায়তনে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সহযোগিতায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান। সামাজিক বন বিভাগ রংপুর রেঞ্জ কর্মকর্তা মোশাররফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সামাজিক বন বিভাগের বন্য প্রাণি ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা স্মৃতি সিংহ রায়, সহকারী বন সংরক্ষক মোহাম্মদ রাশিদ আরিফ, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের রংপুর জেলা সমন্বয়ক সাংবাদিক মেরিনা লাভলীসহ অন্যরা। 'বাস্তবায়ন করি অঙ্গীকার, জীববৈচিত্র্য হবে পুনরুদ্ধার' প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক জীববৈচিত্র দিবসের এ আলোচনা সভায় রংপুর বিভাগের ৮ জেলার বন কর্মকর্তারা অংশ নেন। 
আলোচনা সভায় বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আমাদের জলাধার ব্যবস্থাপনা ধ্বংস হয়ে গেছে। বনে গাছ নেই, বনের জমিতে কৃষি কাজ, ঘরবাড়ি, আবাসিক এলাকা গড়ে উঠায় জমির অভাবে গাছ লাগানো যাচ্ছে না। ফলে উপরীভাগের পানি ভূগর্ভে সংরক্ষণ হচ্ছে না। এর ফলে ভ‚গর্ভস্থ পানি নিচে নেমে গেছে। পানির অভাগে গাছপালা বেড়ে উঠছে না। ফলে জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। এ থেকে উত্তোরণে নদী-নালা, খাল-বিলে পানির প্রবাহ ঠিক রাখা, পানি সংরক্ষণ করা, বেশি বেশি করে বিভিন্ন প্রজাতির গাছ লাগাতে হবে। এতে করে নানা প্রজাতির বন্য প্রাণি তাদের আবাসস্থল ফিরে যাবে। প্রকৃতিতে একটি বাস্তুসংস্থান গড়ে উঠবে। এ সময় তিনি মাঠ পর্যায়ের বন কর্মকর্তাদের নিজ এলাকার অতীত ইতিহাস জেনে হারিয়ে যাওয়া বৃক্ষ পূণরায় রোপনের উপর তাগিদ দেন।