রংপুর ও রাজশাহী বিভাগের সাংবাদিকদের নিয়ে ইউএসএআইডি'র কর্মশালা

রংপুর ও রাজশাহী বিভাগের সাংবাদিকদের নিয়ে ইউএসএআইডি'র কর্মশালা

স্টাফ রিপোর্টার ♦ উন্নয়ন সম্পর্কিত প্রতিবেদনের মান বাড়ানোর লক্ষ্যে রংপুর ও রাজশাহী বিভাগের সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা হয়েছে।

শনিবার অনলাইন প্লাটফর্মে এ কর্মশালার আয়োজন করে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইন্সটিটিউটের অধ্যাপক নাজমা শাহীন ও দৈনিক প্রথম আলো’র সিনিয়র রিপোর্টার ইফতেখার মাহমুদ। কর্মশালায় সামগ্রিক পুষ্টি ও খাদ্য পরিস্থিতির মধ্যে যোগসূত্র স্থাপনের দিকে দৃষ্টি নিবদ্ধ করা।

সামাজিক, খাদ্য, পুষ্টি, স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা এবং এর মোকাবেলায় টেকসই পন্থা হিসেবে মিডিয়ার ভূমিকা নিয়ে সাংবাদিকরা কর্মশালায় পর্যালোচনা করেন। এছাড়া সাংবাদিকদের অনুধাবন, প্রতিবেদনযোগ্য গল্প শনাক্তকরণ এবং বিশ্লেষণমূলক প্রতিবেদন লেখার দক্ষতা বৃদ্ধি নিয়েও আলোচনা করা হয়।