গঙ্গাচড়ায় ৯ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৫৭ জন

৬ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ

গঙ্গাচড়ায় ৯ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৫৭ জন

নির্মল রায় , গঙ্গাচড়া (রংপুর) ♦ রংপুরের গঙ্গাচড়ায় চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গত ২৫ নভেম্বর মনোনয়নপত্র জমাদান শেষ হয়েছে। এতে উপজেলার ৯ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৫৭ জন প্রার্থী, সংরক্ষিত সদস্য পদে ১৩১ জন প্রার্থী ও সাধারণ সদস্য পদে ৩৯১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের কয়েকজন বিদ্রোহী প্রার্থী।
ঘোষিত তফশীল অনুযায়ী আগামী ২৯ নভেম্বর মনোনয়নপত্র বাছাই, ৬ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ, ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ ও ২৬ ডিসেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
গঙ্গাচড়া নির্বাচন অফিস জানায়, চেয়ারম্যান পদে উপজেলার ৯ ইউনিয়নে মোট ৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে  বেতগাড়ী ইউনিয়নে ৪ জন, কোলকোন্দ ইউনিয়নে ৭জন, বড়বিল ইউনিয়নে ১৩জন, গঙ্গাচড়া ইউনিয়নে ৫জন, লহ্মিটারী ইউনিয়নে ৫ জন, গজঘন্টা ইউনিয়নে ৫ জন, মর্নেয়া ইউনিয়নে ৫ জন, আলমবিদিতর ইউনিয়নে ৮ জন ও নোহালী ইউনিয়নে ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
৯ ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদে মোট ১৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। যার ইউনিয়ন ভিত্তিক সংখ্যা হলো বেতগাড়ী ১২ জন, কোলকোন্দ ১২ জন, বড়বিল ১৮ জন, গঙ্গাচড়া ১৫ জন, লহ্মিটারী ১৫ জন, গজঘন্টা ১২ জন, মর্নেয়ায় ১৫ জন, আলমবিদিতরে ১৮ জন ও নোহালী ইউনিয়নে ১৪ জন প্রার্থী।

আরও পড়ুন: যেজন্য রংপুর সিটি কর্পোরেশনের মেয়র হয়েছিলেন বৈশাখী

সাধারণ সদস্য পদে মোট ৩৯১ জন প্রার্থী মনোনয়পত্র জমা দিয়েছেন। বেতগাড়ী ইউনিয়নে ৪৮ জন, কোলকোন্দ ইউনিয়নে ৫২ জন, বড়বিল ইউনিয়নে ৪৮জন, গঙ্গাচড়া ইউনিয়নে ৪১ জন, লহ্মিটারী ইউনিয়নে ৩৭ জন, গজঘন্টা ইউনিয়নে ৩৮ জন, মর্নেয়া ইউনিয়নে ৪৮ জন, আলমবিদিতর ইউনিয়নে ৪৬ জন ও নোহালী ইউনিয়নে ৩৮ জন প্রার্থী।