যে ৩ উপায়ে ইভ্যালি থেকে টাকা ফেরত পাওয়া যাবে

তিনটি উপায়ই গ্রাহকদের একইসঙ্গে অবলম্বন করতে হবে

যে ৩ উপায়ে ইভ্যালি থেকে টাকা ফেরত পাওয়া যাবে

নিউজডোর ডেস্ক ♦ ই কমার্স প্লাটফর্ম ইভ্যালির প্রতারণায় দিশেহারা গ্রাহকরা। তাদের এখন একটাই চিন্তা মাথায় ঘোরপাক খাচ্ছে যে কিভাবে টাকা ফেরত পাবে।

আইন বিশেষজ্ঞরা মনে করছেন গ্রাহকরা তিনটি উপায়ে টাকা ফেরত পেতে পারেন। ক্ষতিপূরণ চেয়ে দেওয়ানি আদালতে মামলা দায়ের।

দ্বিতীয় উপায় হচ্ছে, দাবি আদায়ে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরে অভিযোগ করতে হবে।

তৃতীয় হচ্ছে, প্রতারণার জরন্য বাংলাদেশ প্রতিযোগী কমিশনে অভিযোগ করতে হবে। একই সঙ্গে তিনটি উপায়ই গ্রাহকদের অবলম্বন করতে হবে বলে জানান আইন বিশেষজ্ঞরা।

ই-কমার্স সংক্রান্ত আলাদা কোনও আইন নেই। কাজেই বিদ্যমান আইনে তাদের সাজা এবং এই তিন কৌশলে টাকা ফেরত পাওয়ার জোর সম্ভাবনা আছে।