দিনাজপুর চেম্বার’র্স নির্বাচনে ৮ জনের মনোনায়ন প্রত্যাহার

দিনাজপুর চেম্বার’র্স নির্বাচনে ৮ জনের মনোনায়ন প্রত্যাহার
দিনাজপুর চেম্বার’র্স নির্বাচনে ৮ জনের মনোনায়ন প্রত্যাহার

মোঃ আরমান হোসেন (দিনাজপুর) ♦ আগামী ১২ জুন অনুষ্ঠিত হতে যাওয়া দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি দ্বি-বার্ষিক নির্বাচনের নমিনেশন প্রত্যাহারের শেষ দিনে ৪৫ জন প্রার্থীর মধ্যে রফিকুল ইসলাম পরিষদের ৬জন স্বতন্ত্র প্রার্থী জন সহ মোট প্রার্থী তাদের মনোনায়ন প্রত্যাহার করে নেওয়ায় দুই পরিষদ স্বতন্ত্রসহ মোট ৩৭ প্রার্থী প্রতিদ্বন্দীতা করবেন।

এদিকে রফিকুল ইসলাম পরিষদের ৬জন যারা মনোনায়ন প্রত্যাহার করেছেন তারা হলেন, রফিকুল ইসলাম মুক্তা, রফিকুল ইসলাম সোনা,জিয়াউর রহমান নওশাদ, সুলতান কামাল বাচ্চু,শাহজাহান নোবেল, মোবারক হোসেন স্বতন্ত্র প্রার্থী এম মামুন বিপ্লব রাজিউর রহমান রাজু। নির্বাচনে রফিকুল ইসলাম পরিষদের ১৬ জন রেজা হুমায়ুন ফারুক চৌধূরী পরিষদের ১৮ জন স্বতন্ত্র প্রার্থী ৩জন সহ ৩৭ জন প্রার্থী। স্বতন্ত্র প্রার্থীরা হলেন মোঃ তাজফারাজুল ইসলাম চৌধুরী.রইস উদ্দিন আহমেদ বেগম সুলতানা রাজিয়া জুই এবারের চেম্বার নির্বাচন  প্রতিদ্বন্দীতা পূর্ণ হবে বলে ভোটাররা মনে করছেন।

উল্লেখ্য আগামী ১২ জুন চেম্বার অব কমার্সের দ্বি বার্ষিক নির্বাচন (২০২১-২০২২ অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে ১৮টি পদ, সহযোগী, গ্রুপ টাউন এসোসিয়েট পদে একজন করে মোট ২১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।   এতে মোট ২৫৭৭ জন ব্যবসায়ী ভোটার তাদের ভোটাধিকার প্রদান করবেন।