চাল দেবে টিসিবি, কমেছে তেলের দাম

১৬ জুলাই রংপুর সিটির ১ ও ১৮ নং ওয়ার্ডে দেয়া হবে পণ্য

চাল দেবে টিসিবি, কমেছে তেলের দাম

নিউজডোর ডেস্ক ♦ এবার টিসিবির পণ্যের সাথে যোগ হলো চাল। এছাড়াও সয়াবিন তেলের দাম ১১০ টাকা লিটার থেকে কমিয়ে বিক্রি হবে ১০০ টাকা লিটারে। বুধবার (১২ জুলাই) ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) থেকে এতথ্য জানানো।

সারাদেশের মতো আগামী ১৬ জুলাই রংপুর সিটি কর্পোরেশন এলাকার ১ ও ১৮ নং ওয়ার্ডবাসী এ প্যাকেজ সুবিধা ভোগ করতে পারবেন।

টিসিবি রংপুর অঞ্চলের উপ পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, আগামী রোববার রংপুর সিটি কর্পোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডে টিসিবি' পণ্য কার্ডধারিগণের নিকট বিক্রয় করা হবে। প্যাকেজে থাকছে তেল ২ লিটার, মশুর ডাল ২ কেজি এবং ৩০ টাকা করে কেজি দরে চাল ৫ কেজি। সবমিলিয়ে ৪৭০ টাকার বিনিময়ে এ প্যাকেজ ক্রয় করতে পারবেন কার্ডধারীরা।