ঘূর্ণিঝড় ইয়াস: গলাচিপায় ৩০ গ্রাম প্লাবিত

ঘূর্ণিঝড় ইয়াস: গলাচিপায় ৩০ গ্রাম প্লাবিত

নিউজডোর ডেস্ক ♦ ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমায় উপকূলীয় গলাচিপায় প্রভাব পড়তে শুরু করেছে। সোমবার রাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত থেমে থেমে দমকা বাতাস বইছে। কখনও কখনও আবার মুসলধারে বৃষ্টি হচ্ছে।

এছাড়া উপজেলার অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। জলোচ্ছ্বাসে ওয়াবদা বেড়িবাঁধের বাইরের গ্রাম ও বাড়িঘর তলিয়ে গেছে। নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে বেশি পানি হওয়ায় ঘূর্ণিঝড় ইয়াসের আতঙ্কে রয়েছেন স্থানীয় জনসাধারণ।

প্রাথমিক তথ্যানুযায়ী, পানপট্টি ও রতদনদীতালতলীর প্রায় সাড়ে পাঁচশ ফুট ওয়াবদা বেড়িবাঁধ ক্ষতিগ্রস্থ হয়েছে। খবর: কালে কণ্ঠ’র

গলাচিপা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম দেলোয়ার হোসাইন জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের  প্রস্ততি নেওয়া হচ্ছে। মাঠ পর্যায়ের খবর আসার সাথে সাথে আমরা ব্যবস্থা নিচ্ছি।

গলাচিপা পৌর ১নম্বর ফেরিঘাটের তালবনগর আবাসনের বাসিন্দা মো. সানু মিয়া বলেন, সকাল ১০টার পরই আমাদের আবাসনে পানি উঠতে শুরু করে। ঘরের মালামাল কোথায় রাখব আর আমরা কোথায় যাব কিছুই বুঝে উঠতে পারছি না।