করোনায় কমেছে গড় আয়ু

গড় আয়ু কমে আসার সাথে কভিড-১৯ এর সম্পর্ক রয়েছে

করোনায় কমেছে গড় আয়ু

নিউজডোর ইন্টারন্যাশনাল ডেস্ক ♦ করোনা মহামারির কারণে ২০২০ সালে বেশিরভাগ দেশের মানুষদের কমেছে গড় আয়ু। এবিষয়ে অক্সফোর্ড বিষ্ববিদ্যালয়ের গবেষণায় জানা গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সাত দশকের বেশি সময়েও এক ধাক্কায় গড় আয়ু কখনও এতটা কমেনি। সূত্র:রয়টার্স

সরকারি হিসাবে বিশ্বে এপর্যন্ত করোনায় মারা গেছেন ৪৮ লাখ মানুষ। কিন্তু প্রকৃত মৃত্যু এরচেয়ে কয়েকগুন হতে পারে বলে জানান গবেষকরা।

ইউরোপের বিভিন্ন দেশ আমেরিকা, চিলিসহ মোট ২৯টি দেশের তথ্য নিয়ে করা হয়েছে গবেষণা, তার মধ্যে ২৭টি দেশেই কমেছে গড় আয়ু। এর মধ্যে ২২টি দেশে ২০২০ সালে গড় আয়ু আগের বছরের তুলনায় কমে গেছে ছয় মাসেরও বেশি। গড় আয়ু কমে আসার সাথে কভিড-১৯ এর সম্পর্ক রয়েছে বলে জানায় গবেষক দল।