ক্ষমতা তালেবানের হাতে, কাবুল ছাড়ছে সাধারণ মানুষ

কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরই দেশটি থেকে বেরিয়ে আসার একমাত্র রাস্তা।

ক্ষমতা তালেবানের হাতে, কাবুল ছাড়ছে সাধারণ মানুষ
ছবি: সংগৃহীত (gulf news)

নিউজডোর ইন্টারন্যাশনাল ডেস্ক ♦ সহিংস যুদ্ধ শেষে আফগানিস্তানের ক্ষমতা আবারও তালেবানদের হাতে চলে যাওয়ার পর থেকেই কাবুল ছাড়তে শুরু করেছেন অধিবাসীরা। রোববার বিকেলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে রাঝধানী কাবুল থেকে বেরিয়ে যাওয়ার পথগুলোতে যাত্রীবাহী গাড়ির লম্বা লাইন দেখা গেছে। ব্যাংকগুলোতে মানুষের ভিড় দেখা গিয়েছে। কাবুলবাসীরা তাদের সঞ্চয় উত্তোলন করে নিচ্ছেন।

আফগান সাংসদ ফারজানা কোচাই বিবিসিকে জানান, ‘আমি  বাসা থেকেই দেখতে পাচ্ছি মানুষ কত দ্রুত চলে যাচ্ছে’। তারা কোথায় যাবে তা জানিনা। কিন্তু সড়কে দেখছি মানুষ বাক্সপেটরা নিয়ে তাদের বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। এটা হৃদয়বিদারক।

এদিকে রয়টার্স বলছে, আফগানিস্তানের নাগরিকরা তাদের গাড়িতেই চাবি রেখে বিমানবন্দরের দিকে যাচ্ছেন।

পাকিস্তান জানিয়েছে, বর্তমানে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরই দেশটি থেকে বেরিয়ে আসার একমাত্র রাস্তা।

রোববার বিকেলে আফগানিস্তানের গণমাধ্যমগুলো জানায়, আফগানিস্তানের প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিয়েছেন আশরাফ ঘানি।

সরকারের এক মন্ত্রী জানিয়েছেন, তালেবানের সঙ্গে সমঝোতা হয়েছে এই শর্তে তারা কাবুলে কোনও হামলা করবে না।