রসিক কাউন্সিলর শিপলু’র  জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ 

রসিক কাউন্সিলর শিপলু’র  জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ 

স্টাফ রিপোর্টার ♦ রংপুর সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ড কাউন্সিলর জাকারিয়া আলম শিপলু’র জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল শনিবার দুপুরে রংপুর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কাউন্সিলর শিপলুর  বিরুদ্ধে থাকা ৪টি মামলার জামিন আবেদন করলে বিচারক আহসানুল হক রানা ২টি মামলার জামিন আবেদন মঞ্জুর করেন এবং লালমনিরহাটের পাটগ্রামের রেজাউল আহমেদ রাজু’র করা চাঁদাবাজির মামলায় জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন, কাউন্সিলর শিপলুর আইনজীবি মাহমুদুল হাসান সেলিম। তিনি বলেন, ৪টি মামলার ওয়ারেন্টমূলে শুক্রবার পুলিশ কাউন্সিলর জাকারিয়া আলম শিপলুকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। এর একটি মামলায় কাউন্সিলর আগে থেকেই জামিনে ছিল, সেই তথ্য পুলিশের কাছে হয়তো ছিল না। দুটি মামলায় কাউন্সিলরকে জড়ানো হয়েছে। সেই দুটি মামলায় জামিন আবেদন মঞ্জুর করেছে আদালত। চাঁদাবাজির মামলায় যেহেতু চার্জশীট হয়ে সেটি জেলা ও দায়রা জজ আদালতে গিয়েছে। তাই সেই মামলা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে ৯টায় এলাকাবাসীর বাঁধার মুখে দীর্ঘ ৪ ঘন্টা পর রংপুর সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ড কাউন্সিলর, তাজহাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম শিপলুকে গ্রেফতার করে পুলিশ। নগরীর বিনোদপুর রেলক্রসিং এলাকাস্থ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ৪টি ওয়ারেন্টমূলে পুলিশ কাউন্সিলর শিপলুকে গ্রেফতার করে।