ইউক্রেন যুদ্ধ নিয়ে ন্যাটো-যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস (ভিডিও)

রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা অভিযান বিষয়ে সংশয় ছড়ানোর চেষ্টা করছে রাশিয়া

নিউজডোর ইন্টারন্যাশনাল ডেস্ক: রুশ বাহিনীর বিরুদ্ধে বড় ধরণের পাল্টা হামলা চালানোর পরিকল্পনা করছে ইউক্রেন। দেশটিকে কিভাবে সাহায্য করা যায়, সেই পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো। এই পরিকল্পনা- সংক্রান্ত গোপন কিছু নথি ফাঁস হয়ে গেছে। সেইসব নথিগুলো পাওয়া যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। বার্তা সংস্থা এএফপি নিউইয়র্ক টাইমসের এক খবরে উদ্ধৃতি দিয়ে জানায়, দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখা্লো পেদোলিয়াক বলেছেন, ‘রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা অভিযান বিষয়ে সংশয় ছড়ানোর চেষ্টা করছে রাশিয়া।