রংপুরে নকল ও মেয়াদ উত্তীর্ণ আলুর বীজ বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা 

নকল বীজ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে

রংপুরে নকল ও মেয়াদ উত্তীর্ণ আলুর বীজ বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা 

স্টাফ  রিপোর্টার ♦ নকল এবং মেয়াদ উত্তীর্ণ আলুর বীজ বিক্রি করার অপরাধে রংপুরে দুই প্রতিষ্ঠানকে ৬১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর। রোববার (৪ ডিসেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয় ও জেলা বীজ প্রত্যয়ন এজেন্সী দুটি পৃথক অভিযান পরিচালনা করে। 
ভোক্তা অধিকারের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া জানান, নগরীর দর্শনা মোড় সংলগ্ন কিষাণ হিমাগারে অনুমোদন ছাড়া একটি কোম্পানীর নাম ব্যবহার করে প্যাকেজিং ও বিপণন করার অপরাধে অ্যাপোলো ট্রেডার্সকে ৬০ হাজার  টাকা ও  লালবাগ বাজারে রংপুর চাষী ঘরকে মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রির অপরাধে দেড় হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 
নকল বীজ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যহত রাখার কথা জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।
অভিযানে উপস্থিত ছিলেন, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোঃ বোরহান উদ্দিন ও জেলা বীজ প্রত্যয়ন অফিসার মারুফা বেগম।