এবারের এশিয়া কাপে নেই কোনও বাংলাদেশি ধারাভাষ্যকার

টুর্নামেন্ট শুরু না হতেই নানা বিতর্কের জন্ম দিচ্ছে এবারের এশিয়া কাপ

এবারের এশিয়া কাপে নেই কোনও বাংলাদেশি ধারাভাষ্যকার

নিউজডোর স্পোর্টস ডেস্ক ♦ এবারের এশিয়া কাপে নাটকীয়তার শেষ নেই। ভারত-পাকিস্তান দ্বন্দ্বসহ ভেন্যু নিয়েও নানা বিতর্কের দেখা মিলেছে এবারের টুর্নামেন্টের প্রস্তুতিতে। এবার নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল।

ক্রিকেটের যেকোন টুর্নামেন্ট হলে সেখানে অংশগ্রহণকারী দেশের একজন হলেও ধারাভাষ্যকার থাকবেন। ক্ষেত্র বিশেষে আবার একাধিক ধারাভাষ্যকারও থেকে থাকেন। তবে অবাক করা বিষয় হলো আসন্ন এশিয়া কাপে বাংলাদেশের কোনও ধারাভাষ্যকার নেই।

বরাবরের মতো এবারের এশিয়া কাপেও ধারাভাষ্যকার প্যানেলে বাংরাদেশের হয়ে নেতৃত্ব দেয়া কথা ছিল আতাহর আলী খানের। তবে এবার কোনও বাংলাদেশিকে রাখা হয়নি প্যানেলে।

শুধু বাংলাদেশ নয়, অংশগ্রহণকারী দল আফগানিস্তান নেপালের কোনো ধারাভাষ্যকারকে এশিয়া কাপের ধারাভাষ্য প্যানেলে রাখা হয়নি। ১৯ ধারাভাষ্যকারের মধ্যে মাত্র একজন শ্রীলঙ্কার।