রংপুরে উৎপাদন বাড়াতে বাড়াতে বিনামূল্যে সার বিতরণ

রংপুরে উৎপাদন বাড়াতে বাড়াতে বিনামূল্যে সার বিতরণ

স্টাফ রিপোর্টার ♦ খরিপ-২ মৌসুমে উফসী রোপা আমন ও গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির নিমিত্ত প্রণোদনা কর্মসূচির আওতায় মিঠাপুকুর উপজেলায়  ক্ষুদ্র ও প্রান্তীক কৃষকদের সহায়তা প্রদানে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। মঙ্গলবার বিকেলে উপজেলা কৃষি আফিসের সামনে  উদ্বোধনী অনুষ্ঠানের ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান এমপি।
মিঠাপুকুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার জেসমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া। স্বগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আৃবেদীন। এতে ৮০ জন কৃষকের মাঝে ২০ কেজি সার ও ৫ কেজি বীজ তিরণ করা হয় ।