পুলিশের উপর হামলার প্রতিবাদে রংপুরে যুবলীগের বিক্ষোভ

বিএনপি-জামায়াত নামক অপশক্তির বিরুদ্ধে সর্বদা মাঠে রয়েছি: রনি

স্টাফ রিপোর্টার ♦ দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য, তান্ডব পুলিশের উপর হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে। রোববার (১১ ডিসেম্বর) বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে জেলা যুবলীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। জাহাজ কোম্পানী মোড়ে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, যুব নেতা মেহেদী হাসান সিদ্দিকী রনি সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ডাঃ লুৎফে আলী রনি, জেলা যুবলীগের সদস্য কামরুজ্জামান লিটন, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক রাকিবুজ্জামান রাকিব, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শামিম সরদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ, আদনান হোসেন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু হোসেন, কাউনিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, যুবনেতা নাহিদ হাসান সাদ্দাম, মাহমুদুর রহমান অভি, রায়হান, শোভন, সজিব, বিদ্যুৎ রাজাসহ অন্যান্যরা।

সমাবেশে যুব নেতা মেহেদী হাসান সিদ্দিকী রনি বলেন, দেশবিরোধী বিএনপি-জামায়াত চক্র দেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা পল্টনে সমাবেশের নামে নাশকতা করার পরিকল্পনা করেছিল। দেশের আইন শৃঙ্খলা বাহিনী সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় সেই ষড়যন্ত্রকে বানচাল করে দিয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে বিএনপি-জামায়াত পুলিশ বাহিনীর উপর হামলা চালিয়ে অনেক সদস্যকে আহত করেছে। আমরা যুবলীগের নেতাকর্মীরা বিএনপি-জামায়াত নামক অপশক্তির বিরুদ্ধে সর্বদা মাঠে রয়েছি। যে কোন পরিস্থিতি মোকাবেলায় আমরা