বিপৎসীমার ১০ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি

বিপৎসীমার ১০ সে.মি  উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি
ফাইল ছবি

নিউজডোর ডেস্ক ♦ উজানের প্রবাহ ও ভারি বর্ষনের ফলে লালমনিরহাট তিস্তার পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শনিবার (২৬ আগস্ট) সকাল ৬টায় ব্যারেজ পয়েন্টে সীমানা রেখার ১০ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার রেকর্ড করা হয়েছে।

পানি নিয়ন্ত্রণে ব্যারেজের ৪৪টি স্লুইস গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এতে লালমনিরহাটের নদী তীরবর্তী নিচু এলাকা প্লাবিত হয়েছে।

শুক্রবার সকাল থেকে নদীর পানি বাড়তে থাকে। সন্ধ্যা ৬ টায় এটি উপকূল রেখা থেকে ১৩ সেন্টিমিটার উপরে উঠেছিল। শনিবার সকালে ৩ সেন্টিমিটার পতিত হয়ে বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে লালমনিরহাটের হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার ব্যারেজের ভাটিতে তিস্তা নদীর তীরবর্তী এলাকা প্লাবিত হয়েছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার গণমাধ্যমকে জানিয়েছেন, টানা বৃষ্টিতে পানি বেড়েছে। আগামী ২৪ ঘণ্টায় আরও বাড়তে পারে তিস্তা নদীর পানি।