চলতি অর্থ বছরে রংপুর অঞ্চলে কাস্টমসের ৩৩২ কোটি টাকা রাজস্ব আদায়

চলতি অর্থ বছরে রংপুর অঞ্চলে কাস্টমসের ৩৩২ কোটি টাকা রাজস্ব আদায়

স্টাফ রিপোর্টার ♦ রাজস্ব প্রদানের মাধ্যমে ব্যবসায়ীদের দেশের উন্নয়নে অংশীদার হওয়ার আহ্বান জানিয়ে রংপুরে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে।  বৃহস্পতিবার দুপুরে রংপুর নগরীর একটি হোটেল মিলনায়তনে কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুর আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা জানান, ২০২১-২২ অর্থ বছরে রংপুর অঞ্চলে রাজস্ব আদায় হয়েছে ৬৯৫ কোটি টাকা। চলতি ২০২২-২৩ অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৮৩ কোটি টাকা। গত বছরের ডিসেম্বর পর্যন্ত আদায় হয়েছে ৩৩২ কোটি টাকা। যা ২০২১-২২ অর্থ বছরের তুলনায় বেশি। রংপুর অঞ্চলের ব্যবসার ধরণ অনুযায়ী ব্যবসায়ী বান্ধব ভ্যাট ও করনীতির বাস্তবায়ন করা গেলে রাজস্ব আদায় বাড়বে বলেন ব্যবসায়ীরা। কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুর অঞ্চলের কমিশনার সুরেন্দ্র কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর রেঞ্জ ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ, স্থানীয় সরকারের পরিচালক মোঃ ফজলুল কবীর, রংপুর কর অঞ্চলের কমিশনার শাহীন আক্তার হোসেন, রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মাহফুজার রহমান।