সরকারি কর্মকর্তাদের ‘স্যার’-‘ম্যাডাম’ বলার কোন রীতি নেই

এক প্রশ্নে জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন একথা বলেন।

সরকারি কর্মকর্তাদের ‘স্যার’-‘ম্যাডাম’ বলার কোন রীতি নেই

নিউজডোর ডেস্ক ♦ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহামদ হোসেন বলেছেন, সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ বা ‘ম্যাডাম’ বলতে হবে এমন কোন রীতি নেই।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটিয়েট রিপোটার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে অংশ নিয়ে এক প্রশ্নে জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন একথা বলেন।

তিনি বলেন, আমাদের কর্মকর্তারা যেটি মেনে চলবেন স্যার, ম্যাডাম বা এমন কিছু সম্বোধন করতে হবে এমন কোনো রীতি নেই।  

তিনি বলেন, আমাদের জাতির পিতার নির্দেশনা কি ছিল? যারা তোমাদের কাছে সো নিতে আসে তাদের দিকে তাকাও তারা তোমার ভাইয়ের মতো, বাবার মতো, আত্মীয়ের মতো। যারা সেবা নিতে আসে তারা জনগণ, জনগণের সেবক হও। জনগণের টাকায় তোমার বেতন হয়।