সুলেমান আবদুল সামাদ ঘানার সবচেয়ে লম্বা মানুষ

অতিরিক্ত উচ্চতার কারণে তার গোড়ালি ও চামড়ায় কিছু সমস্যা দেখা দিয়েছে।

সুলেমান আবদুল সামাদ ঘানার সবচেয়ে লম্বা মানুষ
ছবি: সংগৃহীত

নিউজডোর ইন্টারন্যাশনাল ডেস্ক ♦ সুলেমান আব্দুল সামাদ। বয়স ২৯। ঘানার সবচেয়ে লম্বা মানুষ তিনি। তার উচ্চতা ৭ ফুট ৪ ইঞ্চি। তুরস্কের সুলতান কোসেনের চেয়ে লম্বায় এক ফুট কম সুলেমান। বিসি জানিয়েছে, প্রাথমিকভাবে ঘানার উত্তরাঞ্চলের একটি স্থানীয় হাসপাতাল বলেছিল যে, সুলেমান আব্দুল সামাদের উচ্চতা ৯ ফুট ৬ইঞ্চি। তবে পরে জানা যায়, সেই হাসপাতালে সঠিকভাবে উচ্চতা মাপার সরঞ্জাম নেই।

সুলেমান এতটাই লম্বা যে অন্য মানুষদের মতো গাড়িতে উঠে বসতে পারে না। নিজের ঘরে ঢুকতেও অন্য কারোর সাহায্য নিতে হয়। বিছানায় ঠিক মতো ঘুমাতেও পারেননা সুলেমান। বর্তমানে ঘানার উচ্চতম এই যুবক বেশ আলোচনায় রয়েছেন।

সুলেমান জানিয়েছেন, এই মুহুর্তে তিনি প্রচুর টাকা কামাতে চান। বেশ খানিকটা অর্থ হাতে এলে তিনি নিজের প্লাস্টিক সার্জারি করাবেন। অতিরিক্ত উচ্চতার কারণে তার গোড়ালি ও চামড়ায় কিছু সমস্যা দেখা দিয়েছে।