রংপুরে টানা বৃষ্টিতে কানায় কানায় পূর্ণ শ্যামা সুন্দরী

শ্যামা সুন্দরী সংস্কার ও স্থায়ী সমাধানের দাবি নগরবাসীর

রংপুরে টানা বৃষ্টিতে কানায় কানায় পূর্ণ শ্যামা সুন্দরী
কানায় কানায় ভরে গেছে শ্যামা সুন্দরী খাল। ছবি: নওরোজ মোরশেদ সিয়াম

নভেল চৌধুরী ♦ রংপুরে টানা বৃষ্টিতে কানায় কানায় ভরে গেছে শ্যামা সুন্দরী খাল। ২০২০ সালের বন্যা পরিস্থিতির মতো অবস্থা আবারও দেখা দিতে পারে এমন আশঙ্কায় রয়েছেন নগরবাসী। রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টা থেকে রোববার ১২টা পর্যন্ত ২৪ ঘন্টায় রংপুর বিভাগের পাঁচ জেলায় ১ হাজার ২৩৭ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর মধ্যে রংপুর জেলায় ১৬২ মিলিমিটার এবং নীলফামারীর সৈয়দপুরে ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৪১৫ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, টানা দু’দিন ধরে রংপুরে বৃষ্টি হচ্ছে। এ বৃষ্টি আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। নগরীর ইঞ্জিনিয়ার পাড়ার বাসিন্দা নাজমা বেগম বলেন, আমার বাড়ির পাশেই শ্যামাসুন্দরী খাল। খালটি ভরে এখন বাড়িতে পানি ঢুকতে শুরু করেছে। ২০’সালের বন্যায় আমার ফ্রিজ, খাট, সোফা পানিতে তলিয়ে যাওয়ার কারণে নষ্ট হয়ে গিয়েছিল। ভয়ে আছি এবারো না এরকম হয়। দেওয়ানবাড়ী এলাকার শরিফুল ইসলাম বলেন, টানা বৃষ্টি হলেই কানায় কানায় ভরে যায় শ্যামা সুন্দরী খাল। ফলে বাড়িতেও পানি ঢুকে যায়। সিটি কর্পোরেশনের এ নিয়ে স্থায়ী ব্যবস্থা নেয়া উচিত। অন্যদিকে টানা বৃষ্টিতে  রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন মিঞা জানান, রংপুর সিটি এলাকার ড্রেনগুলো পরিষ্কার করা হয়েছে। শ্যামাসুন্দরী খালে যাতে পানি জমে না থেকে সেজন্য কচুরিপানাসহ ময়লা-আবর্জনা সরিয়ে পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়াও শহরের যেসব এলাকায় পানি জমেছে সেখানে সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে।