রংপুরে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে  সাংবাদিকদের সম্পৃক্তকরণে আলোচনা

রংপুরে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে  সাংবাদিকদের সম্পৃক্তকরণে আলোচনা

স্টাফ রিপোার্টার ♦ রংপুরে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে সাংবাদিকদের সম্পৃক্তকরণ নিয়ে আলোচনা সভা হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে রংপুর পুলিশ কমিউনিটি হল মিলনায়তনে নারীর রাজনৈতিক ক্ষমতায় নিয়ে কাজ করা ‘অপরাজিতা’ সংগঠনের আয়োজনে এতে রংপুরের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, নারী জনপ্রতিনিধিরা অংশ নেন। অপরাজিতা প্রকল্পের সমন্বয়কারী ফিরোজ মোঃ নুরুন-নবী যুগলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, হেলটাস বাংলাদেশের কর্মকর্তা ফাতেমা মাহমুদ, রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহাবুব রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী, সদস্য মেরিনা লাভলী, এসএম পিয়াল, জাকির হোসেন, অপরাজিতা’ সংগঠনের সদস্য রুনা লায়লা, রিক্তা বেগম, আঞ্জুমান আরা মিনিসহ অন্যরা। সভায় জানানো হয়, সুইজারল্যান্ডের সহযোগিতায় ডেমোক্রেসি ওয়াচ রংপুর সদর, মিঠাপুকুর ও গঙ্গাচড়া উপজেলা অপরাজিতা প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্পের মাধ্যমে তৃণমূলের নারীরা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হওয়া, স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ ও জয়ী হওয়ার মাধ্যমে নারীদের অধিকার প্রতিষ্ঠা, নারী ও শিশুদের উপর নির্যাতন রোধসহ সর্বক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করছে।