নিজ কাঁধে প্রধানমন্ত্রীর উপহার বাড়ি বাড়ি পৌঁছে দিলেন কুড়িগ্রাম পৌর মেয়র

নিজ কাঁধে প্রধানমন্ত্রীর উপহার বাড়ি বাড়ি পৌঁছে দিলেন কুড়িগ্রাম পৌর মেয়র

কুড়িগ্রাম প্রতিনিধি ♦ কঠোর লকডাউনে ঘরে থাকা দু:স্থ-ছিন্নমূল অসহায় মানুষকে রাতের আঁধারে নিজের কাঁধে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার প্রদান করেছেন কুড়িগ্রাম পৌর মেয়র মো:কাজিউল ইসলামরবিবার রাত ৯টা থেকে দুই ঘন্টা ব্যাপি মেয়র এসব উপহার মানুষকে খাবার ঘরে ঘরে পৌঁছে দেনকরোনা সংক্রমণ রোধে সরকারের দেয়া ৭দিনের কঠোর লকডাউনে ঘরে থাকা কর্মহীন অসহায় দু:স্থ মানুষকে প্রধানমন্ত্রীর দেয়া এসব উপহার প্রদান করা হয়জেলা সদরের কুড়িগ্রাম পৌরসভার মিস্ত্রি পাড়া,গড়েরপাড়,সবুজ পাড়া ঘোষপাড়াসহ বিভিন্ন এলাকায় খুঁজে খুঁজে অসহায় শতাধিক পরিবারের মধ্যে দু:স্থদের হাতে ১০ কেজি করে চালের প্যাকেট নিজ কাঁধে করে নিয়ে  প্রত্যেকের হাতে তুলে দেন মেয়রএসময় মেয়র কাজিউল ইসলাম বলেন,করোনাকালীন অনেক বয়স্ক করোনা আক্রান্ত পরিবারের মানুষসহ কঠোর লকডাউনে ঘরে থাকা অসহায় দু:স্থ ছিন্নমূল মানুষকে প্রধানমন্ত্রীর দেয়া উপহার বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই তাদের কাছে না গেলে হয়তো বোঝা যেতনা পরিবারের অবস্থাআমি সকলকে ঘরে থাকার অনুরোধ জানাইসেইসাথে লকডাউন চলাকালীন উপহার এসব ছিন্নমূল মানুষের মাঝে প্রদান অব্যাহত থাকবে বলেও জানান তিনি