তিস্তাপাড়ে বেরি বাঁধ নির্মাণ ঘোষণার দাবীতে মানববন্ধন

তিস্তাপাড়ে বেরি বাঁধ নির্মাণ ঘোষণার দাবীতে মানববন্ধন


স্টাফ রিপোর্টার, রংপুর থেকে:  প্রধানমন্ত্রীর জনসভায় তিস্তায় বাঁধ নির্মাণ ঘোষণার দাবী জানিয়ে রংপুরে মানববন্ধন সমাবেশে তিস্তাপাড়ের মানুষ। গতকাল সকালে গঙ্গাচড়া উপজেলার লহ্মীটারী ইউনিয়নের শেখ হাসিনা সেতুর উত্তর পার্শ্বে লহ্মীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী’র সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, ইউপি সদস্য দুলাল মিয়া, মনোয়ারুল, রমজান, আমান, স্থানীয় বাসিন্দা আফজাল মিয়া, আবুল কাশেম, মজিবুল হকসহ অন্যরা।   লহ্মীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, শেখ হাসিনা সেতু থেকে বিনবিনার চর পর্যন্ত ৬ কিলোমিটার পর্যন্ত বেরিবাঁধ না থাকায় প্রতি বছর তিস্তা নদীর ভাঙ্গনে ঘরবাড়ি, স্কুল-মাদ্রাসা, রাস্তাঘাট, ফসলী জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। তাই চরাঞ্চলে দারিদ্রতার হার বাড়ছে। বন্যা ও ভাঙ্গন শুরু হলে পানি উন্নয়ন বোর্ড জরুরী কাজের নামে সরকারের বিপুল অর্থ লোপট করছে। অথচ সরকার মাত্র ৬ কিলোমিটার বাঁধ দিলে তিস্তাপাড়ের ৫ লক্ষাধিক মানুষ উপকৃত হবে এবং নদী তীরবর্তী ও চরাঞ্চলে কৃষি উৎপাদন বৃদ্ধি হলে এলাকার আর্থসামাজিক উন্নয়ন ঘটবে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরে আসছেন। তিনি তিস্তা নদী শাসনের ঘোষণা দেবেন বলে আশা করছি। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্নার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।