শুক্রবার থেকে বৃষ্টি আরও বাড়বে

শুক্রবার থেকে বৃষ্টি আরও বাড়বে

নিউজডোর ডেস্ক ♦ সারাদেশে গত কয়েকদিন ধরে চলছে টানা বৃষ্টি। টানা বৃষ্টিতে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বিভাগ, জেলায় পানি জমে গেছে। বেহাল অবস্থা হয়েছে স্থানীয় লোকজনের। তবে এরইমধ্যে বৃষ্টি নিয়ে নতুন তথ্য জানালো আবহাওয়া অধিদপ্তর। সূত্রে জানা গেছে, আগামী শুক্রবার (১১ আগস্ট) থেকে বৃষ্টির মাত্রা আরও বাড়বে।

সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও। কোথাও হালকা মাঝারি, আবার কোথাও ভারী বর্ষণ হতে পারে। বুধবার সকাল থেকে রাজধানী ঢাকার আকাশে রোদ উঠছে, তবু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবারের পর থেকে এই বৃষ্টি আরও বাড়বে।

অধিদপ্তর সূত্রে আরও জানা যায়, রংপুর চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, খুলনা সিলেট বিভাগের কিছু কিছু অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও ভারী বর্ষণ হতে পারে।