অস্বাভাবিক উষ্ণতায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর ‘ঢাকা’

উষ্ণতার কারণে মানুষের মধ্যে অসুস্থতা ও মৃত্যু বাড়ছে। কমছে কর্মক্ষমতা

অস্বাভাবিক উষ্ণতায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর ‘ঢাকা’
ছবি: বিবিসি’র

নিউজডোর ইন্টারন্যাশনাল ডেস্ক ♦ সারাবিশ্বে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি বাড়ছে জনসংখ্যা। বিশ্বের সব দেশের শহরগুলোতেও অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। এই অস্বাভাবিক উষ্ণতার ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরের তালিকায় সবার শীর্ষে রয়েছে ঢাকা।

সারাবিশ্বে চালানো এই গবেষণায় দেখা গেছে, এই উষ্ণতার কারণে মানুষের মধ্যে অসুস্থতা ও মৃত্যু বাড়ছে। যার ফলে বাংলাদেশের মানুষের কর্মক্ষমতাও কমে যাচ্ছে।

তাপমাত্রা দ্রুত বৃদ্ধির তালিকায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ ভারতের পরই বাংলাদেশের অবস্থান।

যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব মিনেসোটা, ইউনিভার্সিটি অব অ্যারিজোনা এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার একদল গবেষক যৌথভাবে গবেষণাটি করেছেন। যুক্তরাষ্ট্রের বিজ্ঞান বিষয়ক সাময়িকী প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস- এ সোমবার গবেষণাপত্রটি প্রকাশ করা হয়। সূত্র: বিবিসি বাংলার

গবেষণায় ঢাকা সম্পর্কে বলা হয়েছে, ১৯৮৩ সালে এই শহরের জনসংখ্যা ৪০ লাখ থাকলেও এখন এই শহরে বসবাস করছে দুই কোটি ২০ লাখ মানুষ।