রংপুর বর্ডার গার্ড স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা (ভিডিও)

৬’শ শিক্ষার্থী ২৪টি ইভেন্টে অংশ গ্রহণ করে।

স্টাফ রিপোর্টার ♦ রংপুর বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তারামন বিবি হাউজ চ্যাম্পিয়ন হয়েছে। রানারআপ হয়েছে আব্বাস উদ্দিন হাউজ। ক্রীড়া প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের ৬’শ শিক্ষার্থী ২৪টি ইভেন্টে অংশ গ্রহণ করেন। সোমবার (৬ মার্চ) বিকেলে বিজিবি রংপুর সদর দপ্তর মাঠে বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি, বিজিবি রংপুর সেক্টরের কমান্ডার ও উপ-মহাপরিচালক কর্ণেল ইয়াসির আহাদ হোসেন। বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রাজু মিয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজিবি ৫১ ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্ণেল এএফএম আজমল হোসেন খান এবং বিজিবি ৫১ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক ও উপ-অধিনায়ক মেজর এবিএম শাহরিয়ার সুমন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।