১২ কেজির এলপিজি সিলিন্ডার ১২শ’ ৫৯টাকা

আজ থেকেই এ দাম কার্যকর করবে

১২ কেজির এলপিজি সিলিন্ডার ১২শ’ ৫৯টাকা

নিউজডোর ডেস্ক ♦ বেসরকারি পর্যায়ে অক্টোবর মাসের জন্য এলপিজির প্রতি কেজির দাম ৮৬ টাকা ৭ পয়সা থেকে বাড়িয়ে ১০৪ দশমিক ৯২ টাকা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

অর্থ্যাৎ ১২ কেজির গ্যাস সিলিন্ডারের দাম ১ হাজার ৩৩ টাকা থেকে বেড়ে ১ হাজার ২৫৯ টাকা হলো। রোববার (১০ অক্টোবর) থেকে এ দাম কার্যকর হবে।

রোববার রাজধানীর কাওরান বাজারে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নতুন এই দাম ঘোষণা করা হয়। সেখানে কমিশনের চেয়ারম্যান আ. জলিল, সচিব রুবিনা ফেরদৌসী, সদস্য মকবুল এলাহীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

গত আগস্টে সরকারিভাবে ১২ কেজির সিলিন্ডারের দাম ধরা হয়েছিল ৯৯৩ টাকা। একমাসের ব্যবধানে সরকারিভাবেই তা বেড়ে দাঁড়ায় ৯৩৩ টাকায়।