১ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি

অন্যথায় নিজ দায়িত্বে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে

১ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি

নিউজডোর ডেস্ক ♦ স্বাস্থ্যবিধি মেনে এবছরের পহেলা সেপ্টেম্বরের মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন (বিকেএ)। বৃহস্পতিবার (২৬আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দ্রুত সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন অন্যথায় আমরা নিজেদের দায়িত্বে স্বাস্থ্যবিধি মেনে ১ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দিব।

বক্তারা আরও বলেন, দেশে অবনৈতিক ও সার্বজনীন প্রাথমিক শিক্ষা প্রদান করে দেশকে নিরক্ষরতামুক্ত করা সরকারের দায়িত্ব। সেই দায়িত্ব পালনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোও অবদান রেখেছে। একই সঙ্গে পিইসি পরীক্ষায় কিন্ডারগার্টেনের ফলাফল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তুলনায় অনেক ভালো।