‘স্ট্রবেরি মুন’ দেখা যাবে কাল সন্ধ্যায়

‘স্ট্রবেরি মুন’ দেখা যাবে কাল সন্ধ্যায়

নিউজডোর ডেস্ক ♦ আগামীকাল (২৪জুন) সন্ধ্যায় দেখা যাবে ‘স্ট্রবেরি মুন’ হিসেবে পরিচিত। জুন মাসের পূর্ণাঙ্গ চাঁদকে বলা হয় স্ট্রবেরি মুন।

তবে নামের সাথে এই চাঁদের কোনও মিল নেই। এটি সোনালী রঙের হতে পারে। খবর:সিবিএস’র

‘স্ট্রবেরি মুন’ নামটি এসেছে যুক্তরাষ্ট্রের উপজাতিদের কাছ থেকে। স্ট্রবেরি চাষাদের সময়ের এই জুন মাসের চাঁদকে এই নাম দেওয়া হয়। এসময় আমেরিকার বিভিন্ন প্রান্তে স্ট্রবেরি চাষ হয়।

‘স্ট্রবেরি মুন’ এক ধরনের সুপারমুন। এবছরের এটা শেষ সুপামুন হতে পারে।

স্বাভাবিক অবস্থার চেয়ে সুপারমুনের সময় চাঁদকে ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখায়।

সুপারমুন দেখতে যাচ্ছে বিশ্ববাসী। তবে এই অঞ্চল থেকে এই সুপারমুন না দেখতে পাওয়ার সম্ভাবনা বেশি।