রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের চুল্লিপাত্র স্থাপন কার্যক্রম উদ্বোধন

ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের চুল্লিপাত্র স্থাপন কার্যক্রম উদ্বোধন

নিউজডোর ডেস্ক ♦ পাবনার রূপপুরে পরমাণু বিদ্যুৎকেন্দ্রের মূল যন্ত্র রিয়াক্টর প্রেসার ভেসেল বা পরমাণু চুল্লিপাত্র প্রথম ইউনিটে স্থাপন করা হয়েছে।

রোববার (১০ অক্টোবর) পৌনে ১২টার দিকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পাবনার রূপপুরে পরমাণু বিদ্যুৎকেন্দ্রের মূল যন্ত্র রিয়াক্টর প্রেসার ভেসেল বা পরমাণু চুল্লিপাত্র প্রথম ইউনিটে স্থাপন করা হয়েছে

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশিয়ার পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ।

প্রকল্প পরিচালক ও পরমাণু বিজ্ঞানী ড. শৌকত আকবর বলেন, ইউনিট-১ ভৌত খাঠামোর ভেতরে রিয়াক্টর প্রেসার ভেসেল স্থাপনের মাধ্যমে প্রায় সবধরণের পারমানবিক যন্ত্রাংশ স্থাপন সম্পন্ন হলো।

তিনি আরও বলেন, এর ফলে এই ইউনিটের রিয়াক্টর ভবনের ভেতরের কাজ প্রায় শেষ হবে। আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে এ প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।