বীরমুক্তিযোদ্ধা কমরেড চন্দন ঘোষ আর নেই

বীরমুক্তিযোদ্ধা কমরেড চন্দন ঘোষ আর নেই

স্টাফ রিপোর্টার ♦ রাজনৈতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা কমরেড চন্দন ঘোষ মারা গেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় তিনি নিজ বাসভবনে বাধর্ক্য জনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। চন্দন ঘোষ বাংলাদেশ কমিউনিস্ট পার্টির রংপুর জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য, মুক্তিযুদ্ধে ন্যাপ কমিউনিস্ট পার্টির ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনীর সংগঠক ছিলেন।

তিনি বাংলাদেশের কৃষক শ্রমিক মেহনতি জনগণের জন্য শোষন-বৈষম্যহীন এবং সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েমের জন্য লড়াই সংগ্রাম করে আসছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি রংপুর জেলা কমিটির সভাপতি কমরেড আফজালুর রহমান ও সাধারণ সম্পাদক কমরেড শাহীন রহমান গভীর শোক প্রকাশ করেন। নের্তৃবৃন্দ এক শোক বিবৃতিতে জানান যে, মুক্তিযুদ্ধের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে কমরেড চন্দন ঘোষের অবদান এদেশের বাম-প্রগতিশীল, মুক্তমনা ও মুক্তিযুদ্ধের আদর্শে দিক্ষিত জনগন আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে।