বেরোবি’র ঢাকাস্থ লিঁয়াজো অফিস বন্ধ করলেন নবনিযুক্ত উপাচার্য

বেরোবি’র ঢাকাস্থ লিঁয়াজো অফিস বন্ধ করলেন নবনিযুক্ত উপাচার্য

এহসানুল হক সুমন ♦ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নব-নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ যোগদানের পর সাবেক উপাচার্যের করা ঢাকাস্থ লিঁয়াজো অফিস বন্ধ ঘোষনা করেছেন।

সোমবার সকালে ক্যাম্পাসে এসে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে দূর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত স্বাপেক্ষ ব্যবস্থা গ্রহণের কথা সাংবাদিকদের বলেন। সেই সাথে বিশ্ববিদ্যালয়ে সেশনজট, পরীক্ষা নেয়াসহ অন্যান্য বিষয়গুলো নিয়মতান্ত্রিকভাবে সমাধানের আশ্বাস দেন এবং সার্বক্ষনিক বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকার কথা জানান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে বরণ করেন নেন নব-নিযুক্ত উপার্চাকে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. হাসিবুর রশীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিযুক্ত ছিলেন।