পাকিস্তানের জার্সিতে নেই ভারতের নাম, বিতর্কে পিসিবি

ভারত-পাকিস্তানের লড়াই নিয়ে উত্তাপ বেড়েই চলেছে

পাকিস্তানের জার্সিতে নেই ভারতের নাম, বিতর্কে পিসিবি

নিউজডোর স্পোর্টস ডেস্ক ♦ ক্রিকেট টি টোয়েন্টি বিশ্বকাপের উত্তাপ ছড়াচ্ছে ক্রিকেটাঙ্গনে। গ্রুপ পর্বে ভারত-পাকিস্তানে লড়াই দেখতে মুখিয়ে ক্রিকেট ভক্তরা। ভারত-পাকিস্তানের মাঠের লড়াই যেমন রোমাঞ্চক হয়ে আসছে দিন দিন, তেমন, মাঠের বাইরের লড়াইও আরও উত্তাপ বাড়িয়ে দিচ্ছে।

এবারের টি-টোয়েন্টি সংযুক্ত আরব আমিরাতে হলেও আয়োজক হচ্ছে ভারত। করোনা মহামারির কারণে এবছর নিজ দেশে বিশ্বকাপের আয়োজন করতে পারছে না ভারত। আর বিশ্বকাপের জন্য বিশেষ ডিজাইনের জার্সি পড়ে অংশ নেয় দলগুলো। সেখানে আয়োজক দেশের নাম উল্লেখ থাকা বাধ্যতামূলক। সেই নিয়ম ভঙ্গ করেছে পাকিস্তান।

অফিসিয়ালি পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনও বিশ্বকাপ জার্সি উন্মোচন না করলেও পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বিশ্বকাপের জার্সি পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করেন। আর সেই ছবিতে দেখা যায় জার্সিতে ভারতের নাম উল্লেখ করা হয়নি।

ভারতের নাম উল্লেক না করার বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে এখনও কিছু বলেনি।