দিনাজপুর শিক্ষা বোর্ডে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

দিনাজপুর শিক্ষা বোর্ডে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ফারাজ উদ্দিন তালুকদার

মোঃ আরমান হোসেন ♦ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস২০২০ উদযাপন উপলক্ষে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর এর আয়োজনে এবং দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সহযোগিতায় আলোচনা সভা দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ফারাজ উদ্দিন তালুকদার দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ মাসুদ আলম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন কমিটির আহবায়ক এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর এর বিদ্যালয় পরিদর্শক আবু হেনা মোস্তফা কামাল, ভারপ্রাপ্ত সচীব . মোঃ আব্দুর রাজ্জাক, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ হারুন অর রশিদ মন্ডল, উপ-বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোঃ আলতাফ হোসেন, সহ-সভাপতি মোঃ শহীদুল ইসলাম খাঁন প্রমূখ

আলোচনা সভায় বক্তারা বলেন, ৭১ সালে পাকিস্থানী সেনারা আমাদের দেশে কিছু রাজাকারদের সহযোগিতায় ১৪ ডিসেম্বর এই দিনে শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী, আইজীবী, সাংবাদিক, বিজ্ঞানীসহ সকল বুদ্ধিজীবীদের খুজে বের করে নির্মম ভাবে হত্যা করা হয়েছিলো পাকিস্থানী সেনারা জানতে পেরেছিলো যে, বাংলাদেশের মুক্তযোদ্ধাদের শক্তি দিয়ে হরানো সম্ভব নয়, তাই দেশকে চিরতরে পঙ্গু করার উদ্দেশ্যে বুদ্ধিজীবীদের হত্যার কাজে লিপ্ত হয়