তিস্তা নদীর ডানতীরে দেড়শ ফুট বাঁধ নদীগর্ভে বিলীন 

তিস্তা নদীর ডানতীরে দেড়শ ফুট বাঁধ নদীগর্ভে বিলীন 

স্টাফ রিপোর্টার ♦ রংপুরের গঙ্গাচড়ায় তীব্র স্রোতে তিস্তা নদীর ডানতীরে দেড়শ ফুট বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। শুক্রবার রাতে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেলে তীব্র স্রোতে বাঁধ ভাঙ্গার ঘটনা ঘটে। শনিবার দুপুরে জরুরী ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙ্গন ঠেকাতে কাজ করেছে পানি উন্নয়ন বোর্ড। 

এলাকাবাসীর সূত্রে জানা যায়, শুক্রবার রাতে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এরাতে পানি কমে গেলে তীব্র স্রোতে গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের সাউদপাড়া এলাকায় বাঁধে ভাঙ্গন দেখা দেয়। রাতে এলাকাবাসীরা গাছের গুড়ি ফেলে ভাঙ্গন ঠেকানোর চেষ্টা করে। এরপরেও সকাল অবধি বাঁধের দেড়’শ ফুট ভেঙ্গে নদীগর্ভে চলে যায়। ফলে ভাঙ্গন আতংকে দিনাতিপাত করছে নদীর তীরবর্তী মানুষেরা। হুমকির মুখে পড়েছে সাউদপাড়া আলিম মাদ্রাসা, ডাকঘর, মাজার, ঘরবাড়ি ও ফসলী জমি।

সাউদপাড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ রোকনুজ্জামান বলেন, আমাদের এলাকায় বাঁধ নির্মাণে অত্যন্ত নিম্নমানের কাজ করেছে ঠিকাদার। ফলে শুক্রবার বিপরীত স্রোতের কারণে বাঁধটি ভেঙ্গে গেছে। আমরা চাই বর্তমানে জরুরী ভিত্তিতে বাঁধ রক্ষা করে শুস্ক মৌসুমে পরিপূর্ণভাবে এ বাঁধটি সংস্কার করা হোক। 

রংপুর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা শহিদুর রহমান বলেন, শুক্রবার রাতে নদীতে পানি বাড়লে ব্যাক হুইলের সৃষ্টি হয়। এটির কারণে ইরোটেড হয়ে বাঁধের নিচের মাটি সরে গেছে। ফলে ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গনের খবর পেয়ে আমি রাতেই এ এলাকা পরিদর্শন করেছি। ভাঙ্গন প্রতিরোধে এক হাজার জিও ব্যাগ নদীতে ফেলা হচ্ছে। উর্ধ্বতন কর্মকর্তার পরামর্শে প্রয়োজনে আরও জিও ব্যাগ ফেলা হবে।