জাতীয় বিশ্ববিদ্যালয়ের সবার টিকা গ্রহণ বাধ্যতামূলক

এনআইডি কার্ড না থাকলে জন্ম নিবন্ধন দিয়েই করা যাবে নিবন্ধন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সবার টিকা গ্রহণ বাধ্যতামূলক

নিউজডোর ডেস্ক ♦ জাতীয় ‍বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারিদের করোনার টিকা গ্রহণ বাধতামূলক করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) এ সংক্রান্ত জরুরী নির্দেশনা জারি করা হয়।

এখনো যারা টিকা নেননি, তাদের ২৭ সেপ্টেম্বরের মধ্যে সুরক্ষা অ্যাপে নিবন্ধন সম্পন্ন করে টিকা গ্রহণ করার নির্দেশ দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যাদের বয়স ১৮ বা তার বেশি কিন্তু এনআইডি কার্ড নেই, তারা জন্ম নিবন্ধন সংগ্রহ করে এর নিবন্ধিত নম্বর দিয়ে টিকা গ্রহণ করতে পারবে। সনদপ্রাপ্তি সাপেক্ষে সংশ্লিষ্ট শিক্ষার্থী যাতে স্থানীয় পর্যায়ে টিকা নিতে পারেন, সেই লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় যথাযথ পদক্ষেপ নেবে।